সরকার বিনিদিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর মধ্যে গুনগত মানসম্মত জৈব সার উৎপাদন বিষয়ক একটি সমঝোতা স্মারক মহাপরিচালক মহোদয় এর অফিস কক্ষে স্বাক্ষরীত হয়। ১ম পক্ষ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ড.মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা। ২য় পক্ষ গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর পক্ষে স্বাক্ষর করেন মোঃ ফজলুর রহমান, পরিচালক, গ্রামাউস। উপস্থিত ছিলেন জহুরুল হক,সহকারী পরিচালক, গ্রামাউস ও মা মনির এন্টারপ্রাইজ এর উপদেষ্টা কৃষিবিদ মুজিবুর রহমান।