গ্রামাউস সৃষ্টির শুরু থেকেই দরিদ্র ভ’মিহীন, ক্ষুদ্র কৃষক, মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তানদেও শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামাউস এর সংগঠিত দরিদ্র উপকারভোগী, দরিদ্র এলাকাবাসী, আদিবাসী, বিভিন্ন নৃ-গোষ্টির সন্তানেরা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে ২০১৬ ইং সাল থেকে গ্রামাউস শিক্ষাবৃত্তি নামক কার্যক্রমটি চালু করেছে। গ্রামাউস শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় অদ্য ১১ এপ্রিল ২০২৩ ইং রোজ মঙ্গলবার পল্লী কর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে গ্রামাউস কর্তৃক পরিচালিত গ্রামাউস শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২০২০ ও ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তির্ণ মোট ১৩ জন শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ।
গ্রামাউস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল খালেক প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে ১২,০০০/- (বার হাজার) টাকা করে মোট ১,৫৬,০০০/- (এক লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে গ্রামাউস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল খালেক জানান ২০১৬ ইং সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯০ জন শিক্ষার্থীদের সর্বমোট ২০,০৪,০০০/- (বিশ লক্ষ চার হাজার টাকা) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জনাব আব্দুল খালেক আশা ব্যক্ত করেন।